Home জাতীয় জাতীয় বিশ্ববিদ্যালয়ঃ প্রকাশ হবে আজ অনার্স প্রথম বর্ষের ১ম মেধা তালিকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ঃ প্রকাশ হবে আজ অনার্স প্রথম বর্ষের ১ম মেধা তালিকা

by Abdul Hafij Bhuyan

জাতীয় বিশ্ববিদ্যালয় এর অনার্স ১ম বর্ষ ভর্তি কার্যক্রমের ১ম মেধা তালিকা আজ ২৩/০৯/২০১৯ খ্রি. তারিখ বিকাল ৪ টার পর প্রকাশিত হবে।

যেভাবে জানবেন আপনার রেজাল্ট!

এসএমএস এর মাধ্যমে জানতে হলে- NU ATHN ADMISSION ROLL SEND TO 16222

উদাহরনঃ NU ATHN 123456 > 16222

ওয়েব সাইটের মাধ্যমে জানতে হলে ভর্তি রোল ও পিন নম্বর দিয়ে লগইন হতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটঃ http://www.nu.ac.bd, http://app1.nu.ac.bd বা http://www.nubd.info

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকায় স্থান পাওয়ার পর করনীয়:
১ম মেধাতালিকায় চান্স পাওয়া শিক্ষার্থী আগামী ২৩/০৯/২০১৯ – ২৮/০৯/২০১৯ খ্রি. তারিখের মধ্যে অনলাইন থেকে ০২ পাতার ভর্তি ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ২৪/০৯/২০১৯ খ্রি. তারিখ থেকে ২৯/০৯/২০১৯ খ্রি. তারিখের মধ্যে কলেজে গিয়ে নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবেন।

চুড়ান্ত ভর্তি ফরম পূরন করতে প্রয়োজনঃ
১. ভর্তির রোল ও পিন। ২. অভিভাবকের নাম। ৩. অভিভাবকের মোবাইল নাম্বার। ৪. অভিভাবকের বার্ষিক আয়। ৫. স্থায়ী ও বর্তমান ঠিকানা।

চুড়ান্ত ফরমের সাথে কলেজে প্রয়োজনীয় কাগজপত্রঃ 
ক) এসএসসি ও এইচএসসি পাশের মূল মার্কশিটের ফটোকপি ০২ কপি করে।
খ) এসএসসি ও এইচএসসি পাশের প্রশংসাপত্রের ফটোকপি-০২ কপি করে।
গ) এইচএসসি পাশের মূল মার্কশিট (বিভাগে সংরক্ষণের জন্য)।
ঘ) পাসপোর্ট সাইজের ছবি ৪টি এবং স্ট্যাম্প সাইজ ছবি ২টি।
ঙ) ১টি বড় খাম, খামের উপর নাম, ঠিকানা ও মোবাইল নং লিখে দিবেন।

আউটসোর্সিং কর্মীরা ইসির গলার কাঁটা

বি:দ্র: এইচএসসি পাশের মূল মার্কশিট ছাড়া কোন কলেজেই ভর্তি হওয়া যাবে না। আর যারা পূর্বে কোন কলেজে ভর্তি আছেন তাদের অবশ্যই আগামী ২৬/০৯/২০১৯ খ্রি. তারিখের মধ্যে ভর্তি বাতিল করতে হবে। বিষয় পরিবর্তন বা মাইগ্রেশন একবারই করা যায় এবং মাইগ্রেশন (আসন খালি থাকা সাপেক্ষে) পছন্দক্রমের উপরের দিকে পরিবর্তন হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষের ক্লাসঃ ০১/১০/২০১৯ খ্রি. তারিখ হতে ক্লাশ শুরু।

related posts

Leave a Comment